হও যদি তুমি নীল আকাশ
হও যদি তুমি নীল আকাশ |
হও যদি তুমি নীল আকাশ , আমি মেঘ হব আকাশে
হও যদি অথৈ সাগর , আমি ঢেউ হব সাগরে
হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নির্ভয়ে , তুমি আছ হৃদয়ে ।।
তুমি হলে ওই অরণ্য আমি হব সবুজ
ও তোমারি প্রেমে মন দুরুন্ত তোমার কাছেই অবুঝ
হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নির্ভয়ে , তুমি আছ হৃদয়ে ।।
আমারি দেহে প্রাণ গো তুমি, তুমি আমার নিঃশ্বাস
ও তোমাকে ছাড়া নিস্প্রান আমি এইত আমার বিশ্বাস
হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নির্ভয়ে , তুমি আছ হৃদয়ে ।।
যে প্রেম স্বর্গ থেকে এসে
যে প্রেম স্বর্গ থেকে এসে
যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয়।।
সেই প্রেম আমাকে দিও,
জেনে নিও
তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।
তুমি আর আমি আর কেউ নাই
এমন একটা যদি পৃথিবী হয়
মিলনের সুখে ভরে যায় বুক
যেখানে আছে শুধু সুখ আর সুখ
সেই সুখ আমাকে দিও।।
জেনে নিও
তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।
চাই না কিছুই তো জীবনে আর
তোমার মুখটা যদি দেখি একবার
এ জীবন করেছ কত যে মধুর
হৃদয়ে কত গান কত যে সুর
সেই সুর আমাকে দিও
জেনে নিও
তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।
এক দিকে পৃথিবী একদিকে তুমি
এক দিকে পৃথিবী এক দিকে তুমি যদি থাকো
আমি তোমারি বুকে রব আর কোনো খানে যাবো নাকো!!
লা লা লা লা লা লা
যেখানে তুমি রবে সেখানে আমি হবো ছায়া
আমারই জীবন তুমি করিনা প্রানের কনো মায়া ।।
আমি মরণ ও মেনে নেব জীবনের বাজি যদি রাখ।
আমাকে যেদিন তুমি বন্ধু ওগো ভুলে যাবে
ওপরে গেছি চলে হাওয়া তে খবর তুমি পাবে!!
এক দিকে পৃথিবী এক দিকে তুমি যদি থাকো
আমি তোমারই বুকে রব আর কোনো খানে যাব নাকো!!
তুমি আমার এমনি একজন
তুমি আমার এমনি একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন
এক জনমের ভালোবাসা
এক জনমের কাছে আসা
এক জনমের ভালোবাসা
এক জনমের কাছে আসা
একটু চোখের পলক পড়তে
লাগে যতক্ষণ
তুমি আমার এমনি একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন
ভালোবাসার সাগর তুমি
ভালোবাসার সাগর তুমি
বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি
তবু পিপাসাতে আঁখি
হয়রে ছলছল
আমার মিলনে বুঝি গো জীবন
বিরহে মরণ
তুমি আমার এমনি একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন
প্রাণের প্রদীপ হয়ে তুমি
প্রাণের প্রদীপ হয়ে তুমি
জ্বলছ নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো
কোন মোহরে শোধ হবে গো
এত বড় ঋণ
আমার ভালোবাসার ফুলে তোমার
ভরাবো চরণ
তুমি আমার এমনি একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন
এক জনমের ভালোবাসা
এক জনমের কাছে আসা
এক জনমের ভালোবাসা
এক জনমের কাছে আসা
একটু চোখের পলক পড়তে
লাগে যতক্ষণ
তুমি আমার এমনি একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন।
এক দিকে পৃথিবী একদিকে তুমি
![]() |
একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো |
এক দিকে পৃথিবী এক দিকে তুমি যদি থাকো
আমি তোমারি বুকে রব আর কোনো খানে যাবো নাকো!!
লা লা লা লা লা লা
যেখানে তুমি রবে সেখানে আমি হবো ছায়া
আমারই জীবন তুমি করিনা প্রানের কনো মায়া ।।
আমি মরণ ও মেনে নেব জীবনের বাজি যদি রাখ।
আমাকে যেদিন তুমি বন্ধু ওগো ভুলে যাবে
ওপরে গেছি চলে হাওয়া তে খবর তুমি পাবে!!
এক দিকে পৃথিবী এক দিকে তুমি যদি থাকো
আমি তোমারই বুকে রব আর কোনো খানে যাব নাকো!!
তুমি আমার এমনি একজন
![]() |
তুমি আমার এমনি একজন |
তুমি আমার এমনি একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন
এক জনমের ভালোবাসা
এক জনমের কাছে আসা
এক জনমের ভালোবাসা
এক জনমের কাছে আসা
একটু চোখের পলক পড়তে
লাগে যতক্ষণ
তুমি আমার এমনি একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন
ভালোবাসার সাগর তুমি
ভালোবাসার সাগর তুমি
বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি
তবু পিপাসাতে আঁখি
হয়রে ছলছল
আমার মিলনে বুঝি গো জীবন
বিরহে মরণ
তুমি আমার এমনি একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন
প্রাণের প্রদীপ হয়ে তুমি
প্রাণের প্রদীপ হয়ে তুমি
জ্বলছ নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো
কোন মোহরে শোধ হবে গো
এত বড় ঋণ
আমার ভালোবাসার ফুলে তোমার
ভরাবো চরণ
তুমি আমার এমনি একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন
এক জনমের ভালোবাসা
এক জনমের কাছে আসা
এক জনমের ভালোবাসা
এক জনমের কাছে আসা
একটু চোখের পলক পড়তে
লাগে যতক্ষণ
তুমি আমার এমনি একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন।
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box