![]() |
এ পথ যদি না শেষ হয় |
এ পথ যদি না শেষ হয়
তবে কেমন হোতো তুমি বলোতো
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হোতো তুমি বলোতো ||
কোন রাখালের এই ঘর ছাড়া বাঁশীতে,
সবুজের ওই দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় ||
নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে,
এই গান যেন যায় হারিয়ে
প্রাণে যদি এ গানের রেশ হয়,
পৃথিবীটা যদি এ স্বপ্নের দেশ হয় ||
(ছায়াছবিঃ সপ্তপদী, শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়)
আকাশ কাঁদে বাতাস কাঁদে
![]() |
আকাশ কাঁদে বাতাস কাঁদে |
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দুনয়ন।
তোমার ঘরে প্রদীব জ্বলে
আমি অন্ধকারে
প্রেমের আলো ছড়িয়ে আছে
আমার চারিদ্বারে।
এমনি করে কাটিয়ে দেব
আমার এই জীবন।
তোমার বুকে সুখের নদী
আমার বুকে ঢেউ
কত ব্যাথা লুকিয়ে আছে
জানবেনা তা কেউ
এই যে ব্যাথা শেষ হবেনা
না হলে মরণ।
শিল্পীঃ সনু নিগম
![]() |
চলোনা হই উদাসি |
চলোনা হই উদাসি
শিল্পীঃ ওয়াকিল
আমার মনও নাচায়
এ ঘর বাধিল কিশোরী,
প্রাণও নাচায় এ ঘর বাধিল কিশোরী,
চলো না হই উদাসি
চলো না হই উদাসি ।।
বন্ধুরও বাড়ির জালালী কবুতর
আমারও বাড়ি আসে রে,,
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম,,
খায় আর, খায় আর, খায় আর,
বাক বাকুম করে লো কিশোরী,
চলোনা হই উদাসি, চলোনা হই উদাসি,
আমার মনও নাচায়
এ ঘর বাধিল কিশোরী,
প্রাণও নাচায় এ ঘর বাধিল কিশোরী
চলো না হই উদাসি, চলো না হই উদাসি।।
আঙ্গুলও কাটিয়া কলমও বানাইলাম
নয়নের জল করলাম কালি রে,,
হৃদয়ও চিড়িয়া লিখনও লিখিয়া
পাঠাইলাম, পাঠাইলাম, পাঠাইলাম
সোনা বন্ধুর নামে লো কিশোরী,
চলো না হই উদাসি, চলো না হই উদাসি,
আমার মনও নাচায়
এ ঘর বাধিল কিশোরী,
প্রাণও নাচায় এ ঘর বাধিল কিশোরী,
চলো না হই উদাসি, চলো না হই উদাসি।।
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box