Tuesday, October 22, 2019
প্রানে আর সহে না দারুন জ্বালা
প্রানে আর সহে না দারুন জ্বালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা
মরণ ভালা, প্রাণে আর সহেনা দারুন জ্বালা
প্রেম-ফুলের গন্ধে
ঠেকিয়াছি ফান্দে
গলেতে পরেছি প্রেম-মালা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা
আহার না লয় গো মনে
নিদ্রা নাই দুই নয়নে
শয়নে-স্বপনে যায়না ভোলা
বুঝাইলে না বুঝে মনে
জ্বলে মরি প্রেমাগুনে
অদর্শনে মন-প্রাণ উতলা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা
কোকিল মত্ত মধুর গানে
ভ্রমর মত্ত মধুপানে
বসে রই আমি যে নিরালা
দিয়া আমায় প্রেমালিঙ্গন
শান্ত কর পুড়া এ মন
সরল তুমি নাম তোমার সরলা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা
বাউল আব্দুল করিম বলে
গণার দিন ফুরাইয়া গেলে
যাবো চলে আমি যে একেলা
ভাই-বন্ধু পিতা-মাতায়
কি করিবে ভবের মায়ায়
দমের কোঠায় লাগবে যেদিন তালা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা
প্রেম-ফুলের গন্ধে
ঠেকিয়াছি ফান্দে
গলেতে পরেছি প্রেম-মালা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box