বাঊল

প্রানে আর
সহে না দারুন জ্বালা



প্রাণে আর সহেনা দারুন জ্বালা
মরণ ভালা, প্রাণে আর সহেনা দারুন জ্বালা
প্রেম-ফুলের গন্ধে
ঠেকিয়াছি ফান্দে
গলেতে পরেছি প্রেম-মালা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা

আহার না লয় গো মনে
নিদ্রা নাই দুই নয়নে
শয়নে-স্বপনে যায়না ভোলা
বুঝাইলে না বুঝে মনে
জ্বলে মরি প্রেমাগুনে
অদর্শনে মন-প্রাণ উতলা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা

কোকিল মত্ত মধুর গানে
ভ্রমর মত্ত মধুপানে
বসে রই আমি যে নিরালা
দিয়া আমায় প্রেমালিঙ্গন
শান্ত কর পুড়া এ মন
সরল তুমি নাম তোমার সরলা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা

বাউল আব্দুল করিম বলে
গণার দিন ফুরাইয়া গেলে
যাবো চলে আমি যে একেলা
ভাই-বন্ধু পিতা-মাতায়
কি করিবে ভবের মায়ায়
দমের কোঠায় লাগবে যেদিন তালা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা

প্রেম-ফুলের গন্ধে
ঠেকিয়াছি ফান্দে
গলেতে পরেছি প্রেম-মালা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা





কেমনে চিনিবো
তোমারে মুরশিদ


মুর্শিদ ধনহে কেমনে চিনিব তোমারে
দেখা দেওনা কাছে নেওনা, আর কত থাকি দূরে
(মুর্শিদ ধনহে) কেমনে চিনিব তোমারে ।।

মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব
মনে লয় সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব
আশা করি আলো পাব, ডুবে যাই অন্ধকারে
(মুর্শিদ ধনহে) কেমনে চিনিব তোমারে ।।

তন্ত্র-মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই
শাস্ত্র-গ্রন্থ পড়ি যত আরও দূরে সরে যাই
কোন সাগরে খেলতেছ লাই, ভাবতেছি তাই অন্তরে
(মুর্শিদ ধনহে) কেমনে চিনিব তোমারে ।।

বাউল আব্দুল করিম বলে দয়া কর আমারে
নতশিরে করজোড়ে বলি তোমার দরবারে
ভক্তের অধীন হও চিরদিন, থাক ভক্তের অন্তরে
(মুর্শিদ ধনহে) কেমনে চিনিব তোমারে ।।






বন্ধুরে কই পাব সখী


বন্ধুরে কই পাবো সখীগো, সখী আমারে বলোনা
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝেনা।।

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো সখী দিলাম ষোলো আনা
আমার প্রাণপাখি উড়ে যেতে চায় আর ধৈর্য্য মানেনা।।
কি আগুন জ্বালাইলো বন্ধেগো ও সখী নিভাইলে নিভেনা
জল ঢালিলে দ্বিগুণ বাড়ে উপায় কি বলোনা।।

পাগল আব্দুল করিম বলেগো ও সইগো অন্তরের বেদনা
সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না।।






আমি কুলহারা কলঙ্কিনী 



আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী


প্রেম করে প্রাণবন্ধুর সনে
যে দুঃখ পেয়েছি মনে
আমার কেঁদে যায় দিন-রজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদে হয় নরক জ্বালা
আমার মন জানে, আমি জানি
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী


সখি আমায় উপায় বলনা?
এ জীবনে দূর হলনা
বাউল করিমের পেরেশানি
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী





কলের গাড়ি



তোমার ইচ্ছায় চলে গাড়ি
দোষ কেন পরে আমার?
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার

চলে গাড়ি হাওয়ার ভরে
আজব কল গাড়ির ভিতরে
নিজে থেকে চাকা ঘোরে
সামনে বাতি জ্বলে তার
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার

রত্ন মানিক বোঝাই করা
প্রহরী সব দেয় পাহাড়া
বাদী ছয়জন আছে খাড়া
সুযোগের করে সংহার
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার

এই গাড়ি কুদরতে চলে
চলেনা পেট্রোল ফুরাইলে
বাউল আব্দুল করিম বলে
কুদরতের শান বুঝা ভার
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার
আমি তোমার
কলের গারি তুমি
গানের কথা

তোমার ইচ্ছায় চলে গাড়ি
দোষ কেন পরে আমার?
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার

চলে গাড়ি হাওয়ার ভরে
আজব কল গাড়ির ভিতরে
নিজে থেকে চাকা ঘোরে
সামনে বাতি জ্বলে তার
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার

রত্ন মানিক বোঝাই করা
প্রহরী সব দেয় পাহাড়া
বাদী ছয়জন আছে খাড়া
সুযোগের করে সংহার
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার

এই গাড়ি কুদরতে চলে
চলেনা পেট্রোল ফুরাইলে
বাউল আব্দুল করিম বলে
কুদরতের শান বুঝা ভার
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার






ভাবিলে কি হবে



এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে

জাতি কুল যৌবন গিয়াছে, প্রাণ যাইবে তার কাছে গো
যা হইবার তা হইয়া গেছে

কালার সঙ্গে প্রেম করিয়া কাল-নাগে দংশিছে
ঝাইড়া বিষ নামাইতে পারে এমননি কেউ আছে গো
যা হইবার তা হইয়া গেছে

পিরিত পিরিত সবাই বলে পিরিত যে কইরাছে
পিরিত কইরা কতজনা জইলা-পুইড়া গেছে গো
যা হইবার তা হইয়া গেছে

আগুনের তুলনা হয়না প্রেমাগুনের কাছে
নেভাইলে নেভেনা আগুন কি কইরা প্রাণ বাঁচে গো?
যা হইবার তা হইয়া গেছে

বলে বলুক লোকে মন্দ কুলের ভয় কি আছে?
আব্দুল করিম জিতে-মরা বন্ধু পাইলে বাঁচে গো
যা হইবার তা হইয়া গেছে







ভাবিলে কি হবে



এখন ভাবিলে কি হইবে গো?
যা হইবার তা হইয়া গেছে

জাতি কুল যৌবন গিয়াছে, প্রাণ যাইবে তার কাছে গো
যা হইবার তা হইয়া গেছে

কালার সঙ্গে প্রেম করিয়া কাল-নাগে দংশিছে
ঝাইড়া বিষ নামাইতে পারে এমননি কেউ আছে গো
যা হইবার তা হইয়া গেছে

পিরিত পিরিত সবাই বলে পিরিত যে কইরাছে
পিরিত কইরা কতজনা জইলা-পুইড়া গেছে গো
যা হইবার তা হইয়া গেছে
আগুনের তুলনা হয়না প্রেমাগুনের কাছে
নেভাইলে নেভেনা আগুন কি কইরা প্রাণ বাঁচে গো?
যা হইবার তা হইয়া গেছে

বলে বলুক লোকে মন্দ কুলের ভয় কি আছে?
আব্দুল করিম জিতে-মরা বন্ধু পাইলে বাঁচে গো
যা হইবার তা হইয়া গেছে


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box