Wednesday, October 9, 2019

চলোনা হই উদাসি


চলোনা হই উদাসি

চলোনা হই উদাসি

চলোনা হই উদাসি



শিল্পীঃ ওয়াকিল

আমার মনও নাচায়
এ ঘর বাধিল কিশোরী,

প্রাণও নাচায় এ ঘর বাধিল কিশোরী,

চলো না হই উদাসি

চলো না হই উদাসি ।।



বন্ধুরও বাড়ির জালালী কবুতর

আমারও বাড়ি আসে রে,,

কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম,,

খায় আর, খায় আর, খায় আর,

বাক বাকুম করে লো কিশোরী,

চলোনা হই উদাসি, চলোনা হই উদাসি,

আমার মনও নাচায়

এ ঘর বাধিল কিশোরী,

প্রাণও নাচায় এ ঘর বাধিল কিশোরী

চলো না হই উদাসি, চলো না হই উদাসি।।



আঙ্গুলও কাটিয়া কলমও বানাইলাম

নয়নের জল করলাম কালি রে,,

হৃদয়ও চিড়িয়া লিখনও লিখিয়া

পাঠাইলাম, পাঠাইলাম, পাঠাইলাম

সোনা বন্ধুর নামে লো কিশোরী,

চলো না হই উদাসি, চলো না হই উদাসি,

আমার মনও নাচায়

এ ঘর বাধিল কিশোরী,

প্রাণও নাচায় এ ঘর বাধিল কিশোরী,

চলো না হই উদাসি, চলো না হই উদাসি।।



No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box