Tuesday, October 22, 2019
প্রানে আর সহে না দারুন জ্বালা
প্রানে আর সহে না দারুন জ্বালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা
মরণ ভালা, প্রাণে আর সহেনা দারুন জ্বালা
প্রেম-ফুলের গন্ধে
ঠেকিয়াছি ফান্দে
গলেতে পরেছি প্রেম-মালা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা
আহার না লয় গো মনে
নিদ্রা নাই দুই নয়নে
শয়নে-স্বপনে যায়না ভোলা
বুঝাইলে না বুঝে মনে
জ্বলে মরি প্রেমাগুনে
অদর্শনে মন-প্রাণ উতলা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা
কোকিল মত্ত মধুর গানে
ভ্রমর মত্ত মধুপানে
বসে রই আমি যে নিরালা
দিয়া আমায় প্রেমালিঙ্গন
শান্ত কর পুড়া এ মন
সরল তুমি নাম তোমার সরলা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা
বাউল আব্দুল করিম বলে
গণার দিন ফুরাইয়া গেলে
যাবো চলে আমি যে একেলা
ভাই-বন্ধু পিতা-মাতায়
কি করিবে ভবের মায়ায়
দমের কোঠায় লাগবে যেদিন তালা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা
প্রেম-ফুলের গন্ধে
ঠেকিয়াছি ফান্দে
গলেতে পরেছি প্রেম-মালা
মরণ ভালা
প্রাণে আর সহেনা দারুন জ্বালা
Wednesday, October 9, 2019
চলোনা হই উদাসি
চলোনা হই উদাসি
![]() |
চলোনা হই উদাসি |
আমার মনও নাচায়
এ ঘর বাধিল কিশোরী,
প্রাণও নাচায় এ ঘর বাধিল কিশোরী,
চলো না হই উদাসি
চলো না হই উদাসি ।।
বন্ধুরও বাড়ির জালালী কবুতর
আমারও বাড়ি আসে রে,,
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম,,
খায় আর, খায় আর, খায় আর,
বাক বাকুম করে লো কিশোরী,
চলোনা হই উদাসি, চলোনা হই উদাসি,
আমার মনও নাচায়
এ ঘর বাধিল কিশোরী,
প্রাণও নাচায় এ ঘর বাধিল কিশোরী
চলো না হই উদাসি, চলো না হই উদাসি।।
আঙ্গুলও কাটিয়া কলমও বানাইলাম
নয়নের জল করলাম কালি রে,,
হৃদয়ও চিড়িয়া লিখনও লিখিয়া
পাঠাইলাম, পাঠাইলাম, পাঠাইলাম
সোনা বন্ধুর নামে লো কিশোরী,
চলো না হই উদাসি, চলো না হই উদাসি,
আমার মনও নাচায়
এ ঘর বাধিল কিশোরী,
প্রাণও নাচায় এ ঘর বাধিল কিশোরী,
চলো না হই উদাসি, চলো না হই উদাসি।।
Monday, September 30, 2019
পরিচয়
পরিচয়
দেহের ভিতর রাখলাম যারে, সে আমার থাকল না রে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয় ?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়।
কথায় কথায় মনের ছায়া, মিথ্যে আশায় দিচ্ছে মায়া
অবাক আলোয় বনের পাখি, মনের কথা কয়
বনের পাখি খাঁচায় থাকে, এমন কি আর হয়
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়।
লালন বলে খাঁচার কি দোষ, দুয়ার থাকলে খোলা
মনের দুয়ার বন্ধ হলে, সময় যে সব যাবে চলে
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি আর রয় ?
আট কুঠুরি নয় দরজা, সে তো খোলার নয় ……
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়।
Thursday, September 26, 2019
ভাল আছি ভালো থেকো
![]() |
ভালো আছি ভালো থেকো |
ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটারে ।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে ।
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ,
তেমনি তোমার নিবিড় চলা
ভিতরের নীল বন্দরে ।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে ।
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম,
তেমনি তোমার নিবিড় ছোয়া
গভীরের এই বন্দরে ।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে ।
Subscribe to:
Posts (Atom)